শিশু বলতে আমরা সাধারণত বুঝি জন্মের পর থেকে পনেরো বছর বয়সী বালক-বালিকাদের। এইসব শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই ভবিষ্যৎ নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করবার জন্যেই মূলত শিশু দিবস পালন করা হয়ে থাকে। এবারের শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন হোক রঙিন।” বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন, শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। আর তাই সমৃদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্যাবিলন গ্রুপের শিশু দিবাপরিচর্যা কেন্দ্রগুলোতে শিশু দিবস পালন করা হয়। কেননা ব্যাবিলন গ্রুপ বিশ্বাস করে একটি দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের ভূমিকা অপরিসীম। এছাড়াও এই দিবস পালনের মাধ্যমে ব্যাবিলন গ্রুপের কর্মীদের শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, চিকিৎসা পায়, দেশের সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা পায়, সর্বোপরি শিশুদের অধিকার সম্পর্কে তাদের অভিভাবকদের আরও সচেতন করার চেষ্টা করা হয়।
Share: